November 13, 2025
সুলতানা'স ড্রিম শীরষক চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশ নিয়ে বেগম রোকেয়া সাখাওয়াত সম্পর্কে আমার জ্ঞানের দুয়ার অনেকখানি প্রশস্ত হয়ে গেল। এখানে এসে শুধু সিনেমা নয় জীবন সম্পর্কে ধারনা পরিসীমা আরও বেড়ে গেল। মুক্তিযুদ্ধ জাদুঘরের এ আয়োজন সত্যি প্রসংশার যোগ্য। আমাদের দেশের বুদ্ধিজীবী দেশের সাহিত্য সংস্ক্রিতির অগ্রগতির ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য তিনি মফিদুল হোক স্যার । কন্ঠশীলন আবৃত্তি কোর্সে আবর্তন সমাপনী সনদ আমি নিয়েছিলাম মফিদুল স্যারের নিকট থেকে। যাই হোক আমার মা খালাদের দেখতাম পুরনো পত্রিকা বিশেষ করে বেগম পত্রিকা পড়তে সাহিত্য, রান্না ও সেলাই অংশ কেটে সংগ্রহ করতে । কথা প্রসঙ্গে খালা গতকাল আমাকে ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত ওনার বান্ধবী রওনক জাহানের লেখা কলাম আমাকে পড়তে দিলেন যেহেতু উনি শুনেছে আমি রোকেয়া সাখাওয়াত বিষয়ক সিনেমা কর্মশালা অংশ নিয়েছি। যাই হোক কলাম পড়ে আমি তাজ্জব হয়ে গেলাম । কলামের শিরোনাম হলো স্মরণ করছি রওশন জাহানঃ আমার বোন শিক্ষক কমরেড .........। রওশন জাহান আমাদের দেশের অন্যতম অগ্রগামী গবেষক যিনি নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রেখছেন দেশে এবং বিদেশে। তিনি গত চার নভেম্বর ইন্তেকাল করেছেন। তিনি কলেজে অধ্যয়ন করা শেষ করে অ্যামেরিকার শিকাগো বিশববিদ্যালয়ের ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান ১৯৬১ সনে। এমএ পাশ করে তিনি ইডেন কলজেও শিক্ষকতা করেছেন এবং ঢাকা বিশবিদ্যালয় ইংরেজি ফ্যাকাল্টিতে যোগদান করেন। জানলে অবাক হবেন যে তিনি রোকেয়ার "সুলতানা'স ড্রিম" ইংরেজিতে অনুবাদ করেছেন যেটা প্রকাশিত হয়েছে ফেমিনিস্ট প্রেস নিউ ইয়র্ক থেকে এবং অ্যামেরিকার স্কল বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ কোর্সে পাঠ্য হিসেবে অনুমোদিত। তিনি আইন শালিস কেন্দ্র ও উইমেন ফর উইমেন সহ বিভিন্ন এনজিওর সাথেও নারী ক্ষমতায়নের জন্য সক্রিয় ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা কর