Blog Details

Image

13 Nov 2025

মহসিন রিয়াজুল ইসলাম খান (রিয়াজ আকাশ)

ইউটোপিয়া এবং সুলতানা'স ড্রিম

ইউটোপিয়া এবং সুলতানা'স ড্রিম- বেশকিছু দিন আগে কলকাতার রোববার  ডিজিটাল অনলাইনে বেগম রোকেয়া সম্পর্কে ধারাবাহিক লিখা পড়েছিলাম আমাদের সন্মানিত কোঅরডিনেটর ফরিদ ভাইয়ের সাথে সেদিন কথা হয় এ বিষয়ে তার অনুরোধে আজকের লেখা।  কলাম এর শিরোনাম ছিলো অত্যন্ত গভীর। সায়েন্স ফিকশনারী বিভাগে 'সুলতানার স্বপ্নেই বিশ্বের প্রথম নারীবাদী ইউটোপিয়ার অবকাশ ' লিখেছেন যশোধরা রায় চৌধুরী।  সেই কবে ১৯০৫ এ প্রকাশিত ইংরেজি ভাষায় লিখিত উপন্যাসিকার বাংলা অনুবাদ, তা প্রথম বাঙালি মুসলমান নারীর ইউটোপিয়া, প্রথম স্পেকুলেটিভ ফিকশন বা কল্পবিজ্ঞান। টমাস মোর ১৫১৬ সনে লাতিন ভাষায় লেখেন 'ইউটোপিয়া', পুরো নামটির অর্থ হল, শ্রেষ্ঠ রাষ্ট্র সম্বন্ধীয় ও নতুন দ্বীপ ইউটোপিয়া সম্বন্ধে। ইউটোপিয়া একটি দ্বীপ যেখানে একটি দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কাঠামোর অবস্থা ঠিক যা যা হওয়া উচিত, তেমন হুবহু আছে।  টমাস মোর এর ইউটোপিয়া সম্পর্কে বলা হয়েছিল, এই গ্রন্থপাঠ ' Not less beneficial than enjoyable '. অবশ্য এর সাথে এসে যোগ হয়েছে 'ডিসটোপিয়া' নামে সম্পূর্ণ আরেকটি ধারনাও। চারের দশকে আমেরিকার লেখক  রবার্ট হেইনলিন প্রথম আরেকটি শব্দের আবিষ্কার করেন, 'স্পেকুলেটিভ ফিকশন'। জর্জ অরওয়েলের '১৯৮৪' থেকে শুরু করে প্রাচীন নানা গথিক হরর গল্প কাহিনি যথা বাম স্টোকারের ড্রাকুলা, এও আসলেই স্পেকুলেটিভ ফিকশন।  এমনকি শেক্সপিয়ারের 'এ মিডসামার নাইটস ড্রিম ও তাই। ১৯০৫ সালে বেগম রোকেয়া লিখিত 'সুলতানা'স ড্রিম,  যার বাংলা অনুবাদ 'সুলতানার স্বপ্ন '। সেটিই হলো নারী লিখিত প্রথম ইউটোপিয়া, কল্পবিজ্ঞান ধর্মী, নারীবাদী, স্পেকুলেটিভ ফিকশন। স্পেকুলেটিভ ফিকশনের বিশাল তাঁবুর ভেতরে  এ টেক্সটি ধরে যাবেই। বেগম রোকেয়া মুসলমান নারী বা বাঙালি নারীদের মধ্যে বহু বিষয়ে এগিয়ে ছিলেন না শুধু, রোকেয়া  সম্ভবত পৃথিবীর প্রথম 'ফেমিনিস্ট' ইউটোপিয়ান  নভেলের রচয়িতা, বিশ শতকের প্রথম তথা দ্বিতীয় ভাগে "ফেমিনিস্ট ইউটোপিয়ান নভেল" নামে পশ্চিমা সাহিত্যে প্রচলন দেখা দেয়  সেই নভেল্গুলোর বেশ খানিক আগেই একই ধারায় "Sultana'S dream" রচিত । সেই ইউটোপিয়াই পরের উপন্যাস "পদ্মরাগে" প্রসারিত হয়। কিন্তু এ উপন্যাসে আর স্বপ্নের অবতারনা নেই। বাস্তবেই একটি গার্লস স্কুল্কে ঘীরে নারীদের সমন্বয় দেখান রোকেয়া, ঠিক যেমন্টা রোকেয়া চেয়েছেন , যেমনটা হলে ভালো হতো।